মুরইছড়া ইকোপার্ক বাস্তবায়নের দাবি জোরদার হচ্ছে

Daily Ajker Sylhet

০৯ জুন ২০২০, ১১:২৯ পূর্বাহ্ণ


মুরইছড়া ইকোপার্ক বাস্তবায়নের দাবি জোরদার হচ্ছে

এম মঈনুল ইসলাম মছলু :অপার সম্ভাবনার জনপদ কর্মধা। কুলাউড়া উপজেলার সর্ববৃহৎ ইউনিয়ন এটি। নানা বৈচিত্র, ইতিহাস, ঐতিহ্য প্রিয় কর্মধা ও কর্মধা ইউনিয়নবাসির জীবনে এক অনন্যতা এনে দিয়েছে।

কুলাউড়া উপজেলার দক্ষিণাঞ্চলের বিশাল জনগোষ্ঠির জীবন-মান উন্নয়ন ও অগ্রগতির কথা বিবেচনা করে প্রায় দেড়যুগ পূর্বে তৎকালীন মৌলভীবাজার-২ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ কর্মধা ইউনিয়নের মুরইছড়ায় একটি ইকোপার্ক স্হাপনের উদ্যোগ গ্রহণ করেন। তার ঐকান্তিক তৎপরতায় ২০০১ সালের ১৫ এপ্রিল এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে এই ইকোপার্ক বাস্তবায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন বন ও পরিবেশ মন্ত্রী সৈয়দা সাজেদা চৌধুরী।

শুরুতেই হোঁচট খায় এ প্রকল্প। এরপর চলে যায় প্রায় দেড় যুগের বেশি সময়। সুলতান মনসুরও ওই এলাকার প্রতিনিধি ছিলেন না দীর্ঘদিন। আবার তিনি এসেছেন! কুলাউড়ার এমপি এখন তিনিই!! তার স্বপ্নের প্রকল্প মুরইছড়া ইকোপার্ক বাস্তবায়নের দাবি আজ প্রবলভাবে জোরদার হচ্ছে!!!

সমৃদ্ধির মহাসড়কে বাংলাদেশ। মূলস্রোতের সাথে প্রিয় কর্মধাসহ প্রতিটি এলাকাকে সম্পৃক্ত করা এখন সময়ের দাবি। আমরা নিজেদের অবস্থান থেকে সকলেই সোচ্চার হই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।