মাস্ক পরতে না চাওয়া মদ খেয়ে গাড়ি চালানোর মতো - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৩:৪০, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

মাস্ক পরতে না চাওয়া মদ খেয়ে গাড়ি চালানোর মতো

ADMIN, USA
প্রকাশিত জুলাই ৯, ২০২০
মাস্ক পরতে না চাওয়া মদ খেয়ে গাড়ি চালানোর মতো

ডেস্ক রিপোর্ট, ঢাকা: করোনা ভাইরাস মোকাবিলায় ঘরের বাইরে সবাইকে ফেস মাস্ক পরার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্যের জাতীয় বিজ্ঞানবিষয়ক একাডেমি রয়্যাল সোসাইটি। প্রতিষ্ঠানটি বলছে, মাস্ক পরতে না চাওয়াকে মদ খেয়ে গাড়ি চালানোর মতোই খারাপ চোখে দেখা উচিত। রয়্যাল সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ভেঙ্কি রামাকৃষ্ণান বলছেন, জনবহুল প্রকাশ্য স্থানে যখনই কেউ যাবেন তখনই তার মাস্ক পরা উচিত। এতে যিনি মাস্ক পরছেন তিনি নিরাপদ থাকবেন। তার কাছাকাছি যারা আছেন তারাও সুরক্ষা পাবেন। এর পক্ষে তথ্যপ্রমাণ রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক সময় বলেছিল যে, মাস্ক পরার পক্ষে যথেষ্ট তথ্যপ্রমাণ নেই। কিন্তু জুন মাসে তারা তাদের পরামর্শে পরিবর্তন এনে বলে — যেখানে সামাজিক দূরত্ব রক্ষা সম্ভব নয় সে রকম প্রকাশ্য স্থানে মাস্ক পরা উচিত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।