মুসলমানদের ওপর চীনের নির্যাতন নিয়ে মুসলিম দেশগুলো চুপ কেন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১:৫৬, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

মুসলমানদের ওপর চীনের নির্যাতন নিয়ে মুসলিম দেশগুলো চুপ কেন

ADMIN, USA
প্রকাশিত জুলাই ১৩, ২০২০
মুসলমানদের ওপর চীনের নির্যাতন নিয়ে মুসলিম দেশগুলো চুপ কেন

ডেস্ক রিপোর্ট, ঢাকা: চীনের জিনজিয়াংয়ে বসবাসরত লাখ লাখ মুসলমান সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর নির্যাতন-নিপীড়ন করে আসছে বেইজিং। কিন্তু বিষয়টি নিয়ে নীরব মুসলমান দেশগুলো। এ বিষয়ে বিশিষ্ট ব্রিটিশ সাংবাদিক মন্তব্য করেছেন, মুসলমান দেশগুলো শুধু নিজেদের স্বার্থেই ‘মুসলিম ঐক্যের’ ধারণাটি ব্যবহার করে। কিন্তু মুসলমানদের নীরবে নিপীড়িত হওয়ার প্রধান কারণ মুসলমান সংখ্যাগরিষ্ঠ যে দেশগুলো রুশদি, জিল্যান্ডস পোস্টেন এবং চার্লি হেবদোর বিরুদ্ধে ক্রোধে ফেটে পড়েছে, সেগুলো এখন নীরব থাকার সিদ্ধান্ত নিয়েছে। তারা ‘মুসলিম ঐক্যের’ ধারণাটি তখনই ব্যবহার করে, যখন নিজেদের স্বার্থে দরকার হয়।

তিনি লেখেন, ‘জিনজিয়াংয়ে ‘স্বাধীন আন্তর্জাতিক পর্যবেক্ষক দল পাঠানোর অনুমতি দিতে চীনকে আহ্বান জানায় জাতিসংঘ। ২০১৯ সালের জুলাই মাসে পাকিস্তান, সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব-আমিরাত, আলজেরিয়া এবং অন্য মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশগুলো, যারা নিজেদের ইসলামের রক্ষক হিসেবে দাবি করে, তারাই এ পশ্চিমা সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নিয়ে তা রুখে দিয়েছিল।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।