অক্সফোর্ড ভ্যাকসিনের চূড়ান্ত সাফল্য এখনও অনিশ্চিত: প্রধান গবেষক
২২ জুলা ২০২০, ০৬:৪৩ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, ঢাকা: ক্লিনিক্যাল ট্রায়ালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত করোনাভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিনটি ব্যাপক সফলতা পেলেও এটির চূড়ান্ত সাফল্যের বিষয়টি এখনও অনিশ্চিত। ভ্যাকসিনটির গবেষণা দলের প্রধান সারাহ গিলবার্ট মঙ্গলবার (২১ জুলাই) বিবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, এটি বাজারে আনার আগে তিনটি শর্ত অবশ্যই পূরণ হতে হবে। এর কোনও একটির ব্যাঘাত ঘটলেই ভ্যাকসিনটির সাফল্য বিলম্বিত হবে। বিশ্বজুড়ে প্রতিদিন করোনায় সংক্রমণ এবং মৃত্যু বাড়লেও এই রোগ নির্মূলে এখন পর্যন্ত কোনও কার্যকর ভ্যাকসিন উদ্ভাবন করা যায়নি। বিশ্বজুড়ে প্রায় দেড় শতাধিক গবেষণা চললেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মনে করছে, এই ভ্যাকসিন তৈরির দৌড়ে শীর্ষে রয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্যোগটি।