কুলাউড়া পৌরসভার জয়পাশা গ্রামের হাজী মো. হাজী রফিক বখশ এর দাফন সস্প্ন্ন করা হয়েছে। বুধবার রাত ১০ টায় কুলাউড়া শহর সংলগ্ন জয়পাশা গ্রামে হযরত শাহ কামাল (রঃ) ঈদগাহ মাঠে িবপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহনে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছ। জানাযার নামাজ শেষে শাহ কামাল (রঃ) মাঝার শরীফ সন্নিকেট কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের ভাতিজা মধ্য জয়পাশা মসজিদের ছানি ইমাম জাবেদ হাসান বখশ ছনি । দোয়া পরিচালনা করেন মধ্য জয়পাশা মসজিদের প্রেস ইমাম মাও.হাবিবুর রহমান।উল্লেখ্য,জয়পাশা গ্রাম নিবাসী সমাজ সেবক হাজী রফিক বখশ হঠাৎ দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে গত ২১জুলাই সিলেট মাউন্ড এডোরা হাসপাতালে ভর্তি হন। পরে ২২ জুলাই বিকেল ৩ টায় চিকিৎসাধীন অবস্থায় মাউন্ড এডোরা হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…… রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি স্ত্রী,ও ২ মেয়ে,১ ছেলে পুতগাল, ১ ছেলে সৌদিআরব ও ১ ছেলে কাতার সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ।
এমপির শোক প্রকাশ : হাজী রফিক বখশ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মৌলভীবাজার-২ আসনের এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান, সাবেক এমপি মো. আব্দুল মতিন, এমএম শাহিন, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, কুলাউড়া পৌর মেয়র শফি আলম ইউনুছ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক খালেদ পারভেজ বখশ,ইউকে কুলাউড়া সমিতির সভাপতি মোস্তফা আব্দুল মালিক ও সম্পাদক আবুল লেইছ মুন্সি কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান সজল ও সম্পাদক মইনুল ইসলাম শামীম প্রমুখ।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।