ভোলাগঞ্জ পাথর কোয়ারী পরিদর্শন করলেন মন্ত্রী পরিষদের প্রতিনিধি দল - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৯:৪৭, ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ভোলাগঞ্জ পাথর কোয়ারী পরিদর্শন করলেন মন্ত্রী পরিষদের প্রতিনিধি দল

ADMIN, USA
প্রকাশিত আগস্ট ৩০, ২০২০
ভোলাগঞ্জ পাথর কোয়ারী পরিদর্শন করলেন মন্ত্রী পরিষদের প্রতিনিধি দল

আব্দুল জলিল, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:  

দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারী। সম্প্রতি সিলেটের সকল পাথর ব্যবসায়ীরা একত্রিত হয়ে পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ ও প্রধানমন্ত্রীর বরাবরে দরখাস্তের প্রেক্ষিতে মন্ত্রী পরিষদের প্রতিনিধি দল সিলেটের সকল পাথর কোয়ারী পরিদর্শনে আসেন। ২৯ আগষ্ট শনিবার সকাল ১০.৩০ মিনিটে কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারী দেখতে আসেন মন্ত্রি পরিষদ বিভাগের সচিব সমন্বর ও সংস্কার মোহাম্মদ কামাল হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দল। প্রতিনিধি দল পুরো পাথর কোয়ারী এলাকা পরিদর্শন করার  কথা থাকলেও মুশলধারে বৃষ্টি থাকার কারণে ভোলাগঞ্জ ১০ নং  বিজিবি পোস্টে কিছু সময় অবস্থান করে স্থানীয় প্রতিনিধিদের সাথে কথা বলে সকাল ১১.১০ মিনিটে সেখান থেকে গোয়াইনঘাটের উদ্দেশ্যে চলে যান।

 

এ সময় প্রতিনিধি দলকে অবহিত করা হয় ভোলাগঞ্জ পাথর কোয়ারী দেশের বৃহৎ পাথর কোয়ারী। এখানের পাথর সর্বোচ্চ গুনগত মানের। ভোলাগঞ্জ পাথর কোয়ারী বন্ধ থাকার কারণে হাজার কোটি টাকার রোপওয়ে বন্ধ রয়েছে। দিন দিন এটি ধ্বংসের পথে চলে যাচ্ছে। কোয়ারী সচল থাকলে রোপওয়ের মাধ্যমে পাথর পরিবহন করে সরকার কোটি টাকার রাজস্ব আয় করতে পারত। সেই সাথে কয়েকশত ক্রাশার মিল বন্ধ রয়েছে সেগুলোও সচল হলে লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে।

 

এ সময় উপস্থিত ছিলেন, ভূমি মন্ত্রণালয়ের উপ সচিব আব্দুল ওয়াদুদ, সিলেট বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমান, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য, উপজেলা কমিশনার (ভূমি) অনুপমা দাস, কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল, কোম্পানীগঞ্জ ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুন নূর, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন প্রমুখ।

 

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।