জার্মানিতে ঠাঁই পাচ্ছে গ্রিসের ১৫০০ শরণার্থী - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১২:৪২, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

জার্মানিতে ঠাঁই পাচ্ছে গ্রিসের ১৫০০ শরণার্থী

ADMIN, USA
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২০
জার্মানিতে ঠাঁই পাচ্ছে গ্রিসের ১৫০০ শরণার্থী

জার্মানিতে ঠাঁই পাচ্ছে গ্রিসের বিভিন্ন দ্বীপের শরণার্থীশিবিরের দেড় হাজার শরণার্থী।

দেশটির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল নিজেই এ ব্যাপারে ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার দেশটির সরকারি সূত্র এ তথ্য জানিয়েছে। গ্রিসের শরণার্থীশিবিরগুলোর দেড় হাজার অভিবাসনপ্রত্যাশীকে নেয়ার পরিকল্পনা করছে জার্মানি।

এছাড়াও মোরিয়া শরণার্থীশিবিরের সঙ্গীহীন আরও প্রায় দেড়শ’ শিশু জার্মানিতে আশ্রয় পাবে।

মার্কেল ও তার স্বরাষ্ট্রমন্ত্রী হোর্স্ট সিহোফারের সিদ্ধান্ত অনুযায়ী, যারা ইতোমধ্যে শরণার্থীর স্বীকৃতি পেয়েছেন তাদের গ্রহণ করবে বার্লিন।

এতে যেসব পরিবারে শিশু আছে তারা বেশি অগ্রাধিকার পাবেন। এএফপি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।