বিএনপি কেন্দ্রঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে, ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনসহ দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত উপ-নির্বাচনে ভোট ডাকাতির প্রতিবাদে, উপ-নির্বাচনের ফলাফল বাতিল এবং পুণরায় নির্বাচনের দাবিতে সিলেটে বিক্ষোভ কর্মসুচী পালন করবে বিএনপি।
সোমবার বেলা ৩টায় সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে নগরীর রেজিষ্ঠারী মাঠে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
যথা সময়ে উপস্থিত থেকে বিক্ষোভ সমাবেশকে সফল করার জন্য বিএনপি অঙ্গ ও সহযেগি সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী।
এদিকে একই দাবীতে কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে ২০ অক্টোবর মঙ্গলবার সিলেট জেলার সকল থানায় থানায় বিক্ষোভ কর্মসুচী পালন করার জন্য স্ব স্ব ইউনিটের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন জেলা আহবায়ক কামরুল হুদা জায়গীরদার।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।