কাপ্তাই হ্রদে নৌকা বাইচ প্রতিযোগিতা করে শেখ রাসেলকে স্মরণ

Daily Ajker Sylhet

১৯ অক্টো ২০২০, ০৯:৪৬ পূর্বাহ্ণ


কাপ্তাই হ্রদে নৌকা বাইচ প্রতিযোগিতা করে শেখ রাসেলকে স্মরণ

সুপ্রিয় চাকমা শুভ, রাঙ্গামাটি
রাঙ্গামাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর দুইটায় বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকার কাপ্তাই হ্রদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে পৃষ্ঠপোষকতায় করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়বোর্ড ও রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থা।
নৌকা বাইচ প্রতিযোগিতার শেষে শেখ রাসেলের স্মরণে ৫৬ তম জন্মদিনের কেক কাটেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
বিশাল কাপ্তাই হ্রদে নৌকা বাইচ প্রতিযোগিতা হাজারো দর্শকের আগমণে মূখর হয়ে উঠে প্রতিযোগিতা। এতে মোট ৪টি ইভেন্টে প্রতিযোগিতা আয়োজন করা হয়। পুরুষ ও মহিলা গ্রুপ নিয়ে মোট ৪৪টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। তাদের মধ্যে কায়াক প্রতিযোগিতায় ১৭টি দল, সাম্পান প্রতিযোগিতায় ১৪টি দল,বড় নৌকায় ৭টি দল ও বড় নৌকায় মহিলা দল মোট ৫টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে
নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি একেএম মামুনুর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার ইফতেকুর ইসলাম, পুলিশ সুপার আলমগীর কবির, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. নুরুল আলম নিজামী, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও নৌকা বাইচ প্রতিযোগিতার আহ্বায়ক মো.হাজী মুসা মাতব্বর, জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজমসহ অন্যান্য প্রমূখ।
অনুষ্ঠান শেষে পুরুষ ও মহিলা বড় নৌকা প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ৫০,০০০ টাকা, দ্বিতীয় পুরস্কার ৩০,০০০ টাকা, তৃতীয় পুরস্কার ২৫,০০০ টাকা বিতরণ করা হয়।এছাড়াও সকল বিজয়ীদের আর্কষণীয় পুরস্কার বিতরণ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।