নওগাঁয় বিএনপির বিক্ষোভ

Daily Ajker Sylhet

১৯ অক্টো ২০২০, ০৯:৪৮ পূর্বাহ্ণ


নওগাঁয় বিএনপির বিক্ষোভ

 

নওগাঁ প্রতিনিধি :
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারা দেশে উপ-নির্বাচনের রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে ভোট কারচুপির প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির উদ্যোগে সোমবার দুপূর ১২ টায় কেড়ির মোড় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা বিএনপির আহবায়ক মাষ্টার হাফিজুর রহমানের সভাপতিত্বে যুগ্ম-আহবায়ক নাসির উদ্দিন আহমেদ ও এ্যাডঃ রফিকুল আলম, সাবেক সভাপতি ও পৌর মেয়র নাজমুল হক সনি ও সাবেক সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সাবেক আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনে বিএনপির পরাজিত প্রার্থী শেখ রেজাউল ইসলাম, সাবেক যুগ্ম-আহবায়ক শহিদুল ইসলাম টুকু ও আমিনুল হক বেলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন ও শফিউল আজম ওরফে ভিপি রানা, শহর বিএনপির আহবায়ক শুকুরসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বক্তরা বলেন, ১৭ অক্টোবর নওগাঁ-৬ এবং ঢাকা-৫ আসনে জাতীয় সংসদ উপ-নির্বাচন নামে সরকার দেশে প্রহসনের নির্বাচন করেছে। তারা ভোট কারচুপি করে নির্বাচিত হয়েছে। দেশের মানুষ এই মিথ্যা লোক হাসানো নির্বাচন মানে না। যে নির্বাচন হয়েছে এটি গ্রহণযোগ্য নয়। এছাড়ও এই নির্বাচন কমিশন ও সরকারের আমলে কখনও সুষ্ঠ নির্বাচন হবে বলেও বক্তারা জানান। এজন্য সরকারকে আবারও মধ্যবর্তী নির্বাচন দিতে হবে বলে কঠোর হুশিযাঁরি দেন তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।