জলি বিশ্বাসের ছাদ বাগানে পেয়ারা ফলন – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১২:৪১, ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

জলি বিশ্বাসের ছাদ বাগানে পেয়ারা ফলন

প্রকাশিত নভেম্বর ১৪, ২০২০
জলি বিশ্বাসের ছাদ বাগানে পেয়ারা ফলন

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

জাহাঙ্গীর হোসেন জুয়েল কুষ্টিয়া

Manual2 Ad Code

কুষ্টিয়ার ভেড়ামারা শহরের মধ্যবাজার সরকারি বালিকা বিদ্যালয়ের পূর্ব পাশে হালিম বিশ্বাস সুপার মার্কেটের ২য় তলা। এখানেই একটি সুন্দর সবুজবীথি গড়ে তোলা হয়েছে। আর এটা পরম মমতায় গড়ে তুলেছেন, প্রকৃতি প্রেমিক জলি বিশ্বাস। এবছর করোনা কালে তিনি ছাদে ছাদ বাগান তৈরি করেন। এখন সেই ছাদ বাগানে সবুজের সমারোহ যেমন ঘটেছে, তেমনি পেয়ারা গাছে এবার পেয়ারার ফলনও বেশ ভালো হয়েছে। জলি বিশ্বাস’র ছাদ বাগানে পেয়ারা গাছের ডালের থোকায় থোকায় পেয়ারা শোভা পাচ্ছে। জান্নাত আরা জলি বিশ্বাস একজন গৃহিনী শুধু নয়, সে একজন সবুজবীথি প্রেমিকও বটে।
তাছাড়া তিনি সাপ্তাহিক “চেতনায় কুষ্টিয়া” পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসাবে সুনাম ও সাহসীকতার সাথে সম্পাদনার দায়িত্ব পালন করে চলেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code