করোনা মহামারিতে বিএনএ ওসমানী মেডিকেল কল্যাণকর ভূমিকা রেখেছে - পররাষ্ট্রমন্ত্রী - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১:৪৭, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

করোনা মহামারিতে বিএনএ ওসমানী মেডিকেল কল্যাণকর ভূমিকা রেখেছে – পররাষ্ট্রমন্ত্রী

ADMIN, USA
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২০
করোনা মহামারিতে বিএনএ ওসমানী মেডিকেল কল্যাণকর ভূমিকা রেখেছে – পররাষ্ট্রমন্ত্রী

এমদাদুর রহমান চৌধুরী জিয়া
সিলেট-১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, করোনা মহামারিতে সারা দেশের যতোগুলো নার্সিং সংগঠন আছে, তাদের মধ্যে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা সবচেয়ে কল্যাণকর ভূমিকা রেখেছে। ওসমানী হাসপাতালের চিকিৎসক ও প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করেছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এখন সবদিক দিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। মহামারির শুরুর দিকে অল্প কয়েকজনের পরীক্ষা করা হতো, এখন প্রতিদিন কয়েক শতাধিক মানুষের পরীক্ষা করা হচ্ছে। অবকাঠামোগত দিক দিয়েও এ হাসপাতালে অনেক উন্নতি হয়েছে। তবে এখানে ডায়াগনস্টিক (রোগ নির্ণয়ের পরীক্ষা) নিয়ে মানুষের কিছু অভিযোগ আছে। ওসমানীতে দশ তলা নতুন ভবনের কাজ শেষ হওয়ার পথে। এখানে ডায়াগনস্টিকের উপর একটু জোর দিতে হবে। পাশাপাশি শহীদ শামসুুদ্দিন আহমদ হাসপাতালের উন্নতির দিকেও আমাদের নজর আছে। এখানে পর্যাপ্ত জনবলসহ যা যা প্রয়োজন, তা যেন থাকে সেটা বলে দেয়া হয়েছে।
বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার উদ্যোগে হাসপাতালের বিদায়ী ও নবযোগদানকৃত পরিচালকদ্বয়কে সংবর্ধনা অনুষ্টানে সােমবার রাতে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নগরীর দরগাহ গেইটস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
বিএনএ ওসমানী হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকের সঞ্চালনায় এতে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. ইউনুছুর রহমান ও হাসপাতালের নবযোগদানকৃত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ব্রায়ান বঙ্কিম হালদার।


অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায়, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদ, কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ও সিলেট বিএমএ এর কোভিড-১৯ সমন্বয় কমিটির সদস্যসচিব ডা. আজিজুর রহমান রোমান, আবাসিক সার্জন (জেনারেল) ডা. মো. রাশেদ আশরাফ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও ওসমানী হাসপাতাল মিড-লেভেল চিকিৎসক পরিষদের সভাপতি ডা. প্রশান্ত সরকার, বিএমএ সুনামগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ও মিড-লেভেল চিকিৎসক পরিষদ ওসমানী হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ডা. নূরুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু নঈম, ইএমও কো-অর্ডিনেটর ডা. জলিল কায়ছার খোকন, জাতীয় মহিলা সংস্থা সিলেট জেলার চেয়ারম্যান হেলেন আহমদ, ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সজল এস চক্রবর্তী, ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. সুমন রায়, পররাষ্ট্রমন্ত্রীর এক্সপাট্রিয়েট কনসালটেন্ট কায়েছ চৌধুরী, ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল, ওসমানী হাসপাতালের নার্সিং সুপারিনটেনডেন্ট রেনোয়ারা আক্তার, সিলেট নার্সিং কলেজের অধ্যক্ষ ফয়সল আহমদ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সদস্য আবদুল জলিল। পবিত্র গীতা থেকে পাঠ করেন নার্সেস এসোসিয়েশনের সদস্য পাপ্পু চন্দ্র চন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।