ইন্টারন্যাশনাল ডেস্ক: পোষা কুকুরের সঙ্গে খেলতে গিয়ে শনিবার দুর্ঘটনার শিকার হয়েছেন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। পিছলে পড়ে যাওয়ার কারণে তার এক পায়ের পাতার মাঝের অংশে ফ্র্যাকচার ধরা পড়েছে। আগামী কয়েক সপ্তাহ বাইডেনকে ওয়াকিং বুটের সাহায্য নিয়ে হাঁটতে হতে পারে। বাইডেনের পোষা কুকুরের নাম মেজর। কুকুরের সঙ্গে খেলতে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন বাইডেন। তাই তিনি একজন অর্থোপেডিস্টের শরণাপন্ন হতে যাচ্ছেন। ডা. কেভিন ও’কনর শনিবার বলেছেন, ‘পড়ে গিয়ে বাইডেন পা মচকে ফেলেছেন। এক্সরে পরীক্ষায় তার পায়ের পাতায় হাড়ে চুল পরিমাণ ফাটল ধরা পড়েছে। তবে তা গুরুতর নয়। আগামী কয়েক সপ্তাহ তাকে বিশেষ বুট পরে থাকতে হবে। বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প বাইডেনের সুস্থতা কামনা করেছেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।