আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে: ইইউ রাষ্ট্রদূত - BANGLANEWSUS.COM
  • ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

 

আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে: ইইউ রাষ্ট্রদূত

STAFF USBD
প্রকাশিত ডিসেম্বর ২, ২০২০
আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে: ইইউ রাষ্ট্রদূত

ডেস্ক নিউজ, ঢাকা: রোহিঙ্গা সমস্যা সমাধানে সব আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন ইইউ ডেলিগেশনের রাষ্ট্রদূত রেনসে তেরিংক । তিনি বলেন, অনেকে বলে থাকেন যে, ইইউ যথেষ্ট করছে না, কিন্তু অন্য দেশগুলো মিয়ানমারে কী করছে, সেটি লক্ষ করেন। রোহিঙ্গা সমস্যার সমাধান সহজ নয় এবং এজন্য ইউরোপিয়ান ইউনিয়নের পাশাপাশি সব দেশকে এগিয়ে আসতে হবে। আজ ঢাকায় অনুষ্ঠিত ডিক্যাব টক তিনি এসব কথা বলেন।

রেনসে তেরিংক বলেন, মিয়ানমারে গত মাসে নির্বাচন হয়েছে। সেখানে গণতন্ত্র সবে শুরু হয়েছে। নির্বাচনের পর কী অবস্থা হবে, সেটি এখনও দেখার বিষয়। তবে রোহিঙ্গা সমস্যার সমাধান সহজ নয়। তিনি বলেন, আমাদের কাছে যা আছে সেটি আমরা ব্যবহার করছি। শুধু তা-ই না, মানবাধিকার কাউন্সিলসহ বিভিন্ন ফোরামে প্রত্যাবাসন নিয়ে আমরা কথা বলছি এবং মিয়ানমারের সঙ্গেও আলোচনা করছি। অনুষ্ঠানে ইতালিয়ান রাষ্ট্রদূত এনরিকো নানজিয়াটা, সুইডিশ রাষ্ট্রদূত বার্গ ভন লিন্ডে, ড্যানিশ রাষ্ট্রদূত উইনি এসট্রাপ পিটারসন, স্প্যানিশ রাষ্ট্রদূত ফ্রান্সিসকো বেনিটেজ এবং নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি ভেরওয়েজ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।