সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের সিলেট সুগন্দা এফসি ও দিরাই এফসি ফুটবল টিমের মধ্যকার এক প্রতিদন্দী পূর্ণ প্রমিলা ফুটবল প্রীতিম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
০৪ ডিসেম্বর শুক্রবার বিকাল ৪টায় বুরহানপুর শেখ রাসেল মাঠে খেলা অনুষ্ঠিত হয়।প্রথমার্ধে দুদলই কোন গোলের দেখা পায়নি। শেষার্ধে সিলেট সুগন্ধা এফসির এক খেলোয়াড়ের ডি’র’ ভিতরে হাতে বল স্পর্শে রেফারীর হ্যান্ডবলের বাশিঁ বাজে। তখন দিরাই এফসির দশ নম্বর জার্সিধারী মিডফিল্ডার খেলোয়াড় একা দাসের পেনাল্টি কিকে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে দিরাই এফসি প্রমিলা দল। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিলেট সুগন্ধা এফসি র প্রতিষ্টাতা মাসুদ মিয়া।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।