নির্বাচনে চুরি হয়েছে: ট্রাম্প - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৬:০০, ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

নির্বাচনে চুরি হয়েছে: ট্রাম্প

STAFF USBD
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২০
নির্বাচনে চুরি হয়েছে: ট্রাম্প

ইন্টারন্যাশনাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার কাছ থেকে নির্বাচন চুরি করে নেয়া হয়েছে। গত ৩ নভেম্বর অনুষ্ঠিত দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের পর প্রথমবার আয়োজিত এক সমাবেশে শনিবার তিনি এ দাবি করেন। ট্রাম্পের দাবি, নির্বাচনে তিনিই জিততে যাচ্ছেন। জর্জিয়ার ভালদস্তায় দুই সিনেট প্রার্থীর পক্ষে প্রচারণার লক্ষ্যে আয়োজিত ওই সমাবেশে ট্রাম্প নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের জয়ের প্রসঙ্গ টেনে আবারও জালিয়াতির ভিত্তিহীন অভিযোগ আনেন। বলেন, ‘শেষপর্যন্ত নির্বাচনে আমরা জিততে যাচ্ছি। স্পষ্ট করে ট্রাম্প বলেছেন, তিনি বাইডেনের পরাজয় স্বীকার কিংবা নির্বাচনে জালিয়াতির অভিযোগের দাবি থেকে সরে আসা কোনটিই করবেন না। আগামী ৫ জানুয়ারি ওই দুইপ্রার্থী জর্জিয়ায় সিনেটের গুরুত্বপূর্ণ দ্বিতীয় দফার ভোট মোকাবেলা করবে। এর ফলাফলের ওপর নির্ভর করবে সিনেট কোন দলের নিয়ন্ত্রণে থাকবে। ট্রাম্প বলেন, জর্জিয়ার ভোটাররা নির্ধারণ করবে কোন দল সকল কমিটি নিয়ন্ত্রণ করবে। তিনি বলেন, ‘আপনার শিশু কি সমাজতান্ত্রিক দেশে নাকি একটি স্বাধীন দেশে বেড়ে উঠবে সে সিদ্ধান্ত আপনি নেবেন।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।