ইন্টারন্যাশনাল ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরান যাতে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে না পারে সে জন্য স্থায়ী নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে সৌদি আরব। সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আলে সৌদ দাবি করেছেন, ইরানের পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসার বিরোধী নয় তার দেশ তবে রিয়াদ চায় তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ওপরে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হোক। ইতালির লা রিপাবলিকা পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে সৌদি পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। ফারহান আলে সৌদ বলেন, ইরানের প্রতিটি বিষয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ওপরে অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ এবং ইরান যাতে অতীতের মতো মধ্যপ্রাচ্যে তৎপরতা চালাতে না পারে তার ব্যবস্থা করতে হবে। পারস্য উপসাগরীয় অঞ্চলের সব দেশের সঙ্গে পরামর্শের ভিত্তিতেই কেবলমাত্র ইরানের পরমাণু সমঝোতা বহাল করা যায়। #
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।