ফ্রান্সে ইসলামবিদ্বেষকে উসকে দিয়ে আইন পাস – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৭:০৪, ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ফ্রান্সে ইসলামবিদ্বেষকে উসকে দিয়ে আইন পাস

প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২০
ফ্রান্সে ইসলামবিদ্বেষকে উসকে দিয়ে আইন পাস

বাক স্বাধীনতা এবং ধর্মনিরপেক্ষতার মোড়কে ফ্রান্সে কট্টর ইসলামপন্থার বিরুদ্ধে নতুন আইন পাস করা হয়েছে। এই আইনের শিরোনাম দেওয়া হয়েছে ‘বিচ্ছিন্নতাবাদ বিরোধী বিল’। তবে ফ্রান্স এবং এর বাইরে অনেক সমালোচক ম্যাক্রোঁ সরকারকে দুষছেন যে ধর্মকে টার্গেট করতেই এই আইন ব্যবহার করা হবে।

বুধবার (৯ ডিসেম্বর) এই বিলের পক্ষে সাফাই গাইতে গিয়ে ফরাসি প্রধানমন্ত্রী জঁ ক্যাস্টেক্স বলেন, এই আইনে ধর্মীয় স্বাধীনতাকে হরণ করা হবে না। কিন্তু এটি দিয়ে ইসলামি চরমপন্থার মতো ঘৃণ্য মতাদর্শকে মোকাবেলা করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।