সিদ্দিকের বিরুদ্ধে মিমের জিডি – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:০৫, ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

সিদ্দিকের বিরুদ্ধে মিমের জিডি

প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০২০
সিদ্দিকের বিরুদ্ধে মিমের জিডি

Manual4 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক: অভিনেতা সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করলেন প্রাক্তন স্ত্রী মডেল মারিয়া মিম।

Manual2 Ad Code

অনুমতি ছাড়া ছেলে আরশ রহমানের সুন্নতে খতনা করায় শনিবার (১২ ডিসেম্বর) রাতে গুলশান থানায় জিডিটি করেন তিনি।

Manual6 Ad Code

এ প্রসঙ্গে মারিয়া মিম বলেন, “আমাকে সিদ্দিক ফোন দিয়ে বলল, আরশকে আজকে দাও, একটা বিয়ের প্রোগ্রামে যাব। আমি ওকে দিয়ে এলাম। একটু পর কল দিলে আরশের কান্না শুনতে পাই। পরে জানতে পারি, ওর সুন্নতে খতনা করেছে সিদ্দিক।”
মিম আরো বলেন, “সিদ্দিক আমার সন্তানকে নিয়ে যা খুশি তা করতে পারে না। এটা অপরাধের মধ্যে পড়ে। আদালতের আদেশ আছে, আরশ সকালে সিদ্দিকের কাছে যাবে এবং সন্ধ্যায় ফিরে আসবে।”

অন্যদিকে প্রাক্তন স্ত্রী’র করা জিডিকে আমলে না নিয়ে সিদ্দিক বলেন, “আমি কোনো অপরাধ করিনি। আমার ছেলের খতনা করিয়েছি। কেউ যদি এজন্য মামলা করে, তাতে আমার কিছু বলার নেই।”

২০১২ সালের ২৪ মে বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিমকে বিয়ে করেন সিদ্দিক। ২০১৩ সালের ২৫ জুন তারা পুত্রসন্তানের বাবা-মা হন। ২০১৯ সালের অক্টোবরে সিদ্দিকুরের সঙ্গে মারিয়া মিমের বিচ্ছেদ হয়। এরপর থেকে আদালতের নির্দেশ অনুসারে সন্তান আরশ রহমান মা ও বাবা উভয়ের সঙ্গেই সময় ভাগাভাগি করে থাকছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code