করোনা পরিস্থিতি: ব্যবসা খ্যাত এখনো ঘুরে দাড়াতে পারেনি - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৮:১৩, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

করোনা পরিস্থিতি: ব্যবসা খ্যাত এখনো ঘুরে দাড়াতে পারেনি

ADMIN, USA
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২০
করোনা পরিস্থিতি: ব্যবসা খ্যাত এখনো ঘুরে দাড়াতে পারেনি

ডেস্ক নিউজ, ঢাকা: তথ্য ও প্রযুক্তি খাতের গবেষণায় প্রয়োজনীয় বিনিয়োগ না করায় কোভিড-১৯ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় রয়েছে বাংলাদেশের ব্যবসা খাত । জনসমর্থন নীতি অত্যন্ত অপর্যাপ্ত, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব খুব কম এবং কোভিড-১৯ পরবর্তী চ্যালেঞ্জ এবং সুযোগ সম্পর্কে বেসরকারি খাতের একটি অংশ কিছুই জানে না। ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম (ডব্লিউইএফ) প্রকাশিত দ্য গ্লোবাল কমপিটিটিভনেস রিপোর্ট (জিসিআর) ২০২০-এ এসব কথা বলা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ডিজিটাল প্রযুক্তিতে সীমিত অগ্রগতির কারণে কোভিড-১৯ সঙ্কটের সময়ে উন্মোচিত সুযোগ সুবিধাগুলো একটি ক্ষুদ্র আকারে উপলব্ধি করা হয়েছে। সেন্টার ফর পলিসি ডায়ালগ অনলাইন সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে। সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বাংলাদেশের জন্য যেটি সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় সেটি হলো অদক্ষ সরকারি প্রশাসন। এটি কিন্তু আমাদের ব্যবসা ক্ষেত্রের প্রধানতম দুর্বলতার জায়গা হয়ে দাঁড়াচ্ছে। এই বিষয়টি দুর্নীতিকেও ছাড়িয়ে গেছে। যা আমাদের নতুন করে ভাববার জায়গা তৈরি করেছে। আমাদের কাছে মনে হয়েছে সরকারি পরিষেবার ক্ষেত্রে আরও উন্নয়ন দরকার এবং এগুলোর সহজলভ্যতা নিশ্চিত করা দরকার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।