শাহাজহান হেলাল,মধুখালী (ফরিদপুর) :
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামের বিকাশ প্রতারক চক্রের ৩ সদস্য ১৩ ডিসেম্বর সদর থানার পুলিশ মাগুরায় আটক করেছে ঢাকা আটক-১।
আটককৃতরা হলেন ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামের মোঃ সাজ্জাদ সেখের ছেলে নূর ইসলাম সেখ (২২), রেজাউলের ছলে নাঈম সেখ (১৬), রশিদ আলীর ছেলে রাতুল সেখ(২০)। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সৈয়দ আলীর (সাবেক ইউপি সদস্য) ছেলে নাটের গুরু ঢাকা থেকে তৌহিদুল ইসলাম তুহিন (৩৫) কে আটক করা হয়। তারা একজন বিকাশ গ্রাহকের একাউন্ট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় । পরবর্তীতে সেই প্রতারনার টাকা দিয়ে অন লাইন থেকে তৌহিদুল ইসলাম তুহিন এর মাধ্যমে দুটি ফ্রিজ ক্রয় করেন। একটা ফ্রিজ তৌহিদুল ইসলাম তুহিন নিজের বাসাতে রাখেন এবং অন্যটি মাগুরা সদরে কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে পাঠিয়ে দেন। বিষয়টি পুলিশের নজরে আসলে কুরিয়ার থেকে ফ্রিজ নিয়ে আসার সময় পুলিশ তাদেরকে আটক করে। আটককৃত দের মধ্যে নূরইসলাম একাধিক মামলার আসামি ও ডুমাইনের চিহিুত মাদক ব্যবসায়ী। তৌহিদুল ইসলাম তুহিন দির্ঘদিন ধরে বিকাশ প্রতারায়নায় সহোযোগিতা করে আসছিলেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।