তজুমদ্দিন ফারহান লঞ্চ থেকে জাটকা ইলিশ আটক - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৭:৪৫, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

তজুমদ্দিন ফারহান লঞ্চ থেকে জাটকা ইলিশ আটক

STAFF USBD
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২০
তজুমদ্দিন ফারহান লঞ্চ থেকে জাটকা ইলিশ আটক

তজুমদ্দিন প্রতিনিধি ॥
ভোলার তজুমদ্দিনে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে জাটকা ইলিশ আটক করেন। পরে আটক জাটকা ইলিশ শশীগঞ্জ স্লুইজঘাট এলাকায় এনে হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানায় ও গরীব অসহায় মানুষের মাঝে বিতরণ করেন।
সুত্রে জানা যায়, ঝুড়িতে প্রচুর পরিমাণ জাটকা ইলিশ ঢাকায় চলান হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিন কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মোঃ আসাদের নেতৃত্বে কোস্টগার্ড সদস্যরা ঢাকা টু বেতুয়া নৌরুটে চলাচলকারী এমভি ফারহান-৫ লঞ্চে রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় অভিযান পরিচালনা করেন। এ সময় প্রায় ঢাকায় চালান করার জন্য প্রস্তুত তিনটি ঝুড়িতে পোয়া মাছের নিচে থাকা প্রায় ১ হাজার কেজি জাটকা ইলিশ আটক করে। পরে আটক মাছ রাত ৯ টায় শশীগঞ্জ স্লুইজঘাট এলাকায় এনে হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানায় ও গরীব অসহায় মানুষের মাঝে বিতরণ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।