যেভাবে ঝলমলে চুল করবেন - BANGLANEWSUS.COM
  • ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

 

যেভাবে ঝলমলে চুল করবেন

STAFF USBD
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২০
যেভাবে ঝলমলে চুল করবেন

ডেস্ক নিউজ, ঢাকা:  শীত মানেই চুলের বাড়তি রুক্ষতা। তবে কিছু নিয়ম মেনে চললে কেবল এই রুক্ষতার সময়েই নয়, সারা বছরই চুল থাকবে নরম ও ঝলমলে। শ্যাম্পুর সঙ্গে সামান্য বেকিং সোডা মিশিয়ে তারপর ব্যবহার করুন। চুল হবে নরম ও সুন্দর। অ্যালোভেরা জেলের সঙ্গে সামান্য পানি মিশিয়ে ব্লেন্ড করে নিন। শ্যাম্পু শেষে চুল প্রাকৃতিক বাতাসে শুকানোর পর এটি স্প্রে করুন চুলে। গোসলের অন্তত এক ঘণ্টা আগে নারকেল তেল ও অলিভ অয়েলের মিশ্রণ সামান্য গরম করে ম্যাসাজ করুন চুলে। একটি তোয়ালে গরম পানিতে ডুবিয়ে নিংড়ে চুল জড়িয়ে রাখুন ১০ মিনিট। এরপর কিছুক্ষণ অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। ১ কাপ টক দইয়ের সঙ্গে ২ টেবিল চামচ আমলকীর গুঁড়া মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন। আধা ঘণ্টা পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। ডিম ফেটিয়ে মধু ও অলিভ অয়েল মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন ২৫ মিনিট। ধুয়ে ফেলুন নরম শ্যাম্পু দিয়ে। মেথি সারারাত পানিতে ভিজিয়ে রেখে পরদিন বেটে চুলে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। পাকা কলা চটকে টক দই মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর কম ক্ষারযুক্ত শ্যাম্পুর সাহায্যে ধুয়ে ফেলুন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।