ডেস্ক নিউজ, ঢাকা: অনেক ঘাটতির মধ্যেও মানসম্পন্ন ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে শতভাগ বিদ্যুতায়নের পাশাপাশি বিতরণ ও সঞ্চালনে জোর দেওয়া হলেও স্বাধীনতার ৫০ বছরে মানসম্মত-নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া বড় চ্যালেঞ্জ। আজ স্বাধীনতার ৫০ বছরে জ্বালানি খাতের অর্জন ও করণীয়’ শীর্ষক এক আলোচনায় বক্তারা এসব কথা বলেন। পাক্ষিক ‘এনার্জি অ্যান্ড পাওয়ার’ ম্যাগাজিন আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ। পত্রিকাটির সম্পাদক মোল্লাহ আমজাদ হোসেনের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জ্বালানি বিশেষজ্ঞ সালেক সুফি। আলোচনায় অংশ নেন পেট্রোবাংলার সাবেক পরিচালক মোক্তাদির আলী, বাপেক্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মর্তুজা আহমেদ ফারুক, পিডিবির সাবেক চেয়ারম্যান খালেদ মাহমুদ, সামিট গ্রুপের চেয়ারম্যান আব্দুল আজিজ খান, এনার্জিপ্যাকের ব্যবস্থাপনা পরিচালক রেজওয়ানুল হক কবির।
আবুল কালাম আজাদ বলেন, ‘এই খাতে স্বচ্ছতার কোনও সমস্যা নেই। আমাদের অনেক ঘাটতি আছে। এই ঘাটতির মধ্যেও আমরা সর্বোচ্চ পরিমাণে বিদ্যুৎ দিচ্ছি। আরও এফিশিয়েন্সি দরকার। আরও বিনিয়োগ দরকার। তাহলে আমরা আরও এগিয়ে যেতে পারবো। স্বাধীনতার ৫০ বছরে আমরা অনেক এগিয়ে গেছি, আরও এগিয়ে যাবো।
পেট্রোবাংলার সাবেক পরিচালক মুক্তাদির আলী বলেন, ‘আমরা সব কাজই করি। তবে সময় চলে যায় অনেক। এলএনজি আনতে আমাদের সময় লেগেছে ৯ বছর। এলপিজি সরকারিভাবে আনার চেষ্টা করেছিলাম তা নয়। সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান বলেন, ‘৩০০০ মেগাওয়াট থেকে আমরা ২২ হাজার মেগাওয়াটে আসছি। যেখানে মুক্তবাজার অর্থনীতি ও গণতন্ত্র আছে, সেখানে উন্নয়ন দ্রুত ঘটে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।