পেন্টাগনের দাবি: আফগানিস্তানে মার্কিন বাহিনীর ওপর হামলার চেষ্টা করেছিল চীন

Daily Ajker Sylhet

০১ জানু ২০২১, ১১:২৭ পূর্বাহ্ণ


পেন্টাগনের দাবি: আফগানিস্তানে মার্কিন বাহিনীর ওপর হামলার চেষ্টা করেছিল চীন

ডেস্ক নিউজ,ঢাকা: আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনীর ওপর হামলা চালাতে চেয়েছিল চীন। তবে সরাসরি নয়; বরং এজন্য জঙ্গিদের অর্থ সহায়তা দিতে চেয়েছিল তারা। গত ১৭ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিষয়টি নিয়ে অবহিত করে পেন্টাগন। তবে ট্রাম্প এর পরিপ্রেক্ষিতে কোনও ব্যবস্থা নিয়েছেন কি না, তা স্পষ্ট নয়। চীন ঠিক কাদের টাকা দিতে চেয়েছিল সেটিও স্পষ্ট নয়। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, জো বাইডেন ক্ষমতায় এলে বেইজিং-এর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খানিকটা ভালো হতে পারে। তার মধ্যেই মার্কিন বাহিনীর ওপর চীনের হামলা চেষ্টার খবর সামনে এলো। পেন্টাগন সূত্র জানিয়েছে, আফগানিস্তানে অবস্থিত মার্কিন বাহিনীর ওপর হামলা চালাতে চেয়েছিল চীন। তবে সরাসরি নয়। এই কাজে আফগান জঙ্গিদের ব্যবহার করতে চেয়েছিল তারা। সেজন্য তাদের অর্থও দিতে চেয়েছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।