সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে হারের শঙ্কায় জিম্বাবুয়ে
১২ মার্চ ২০২১, ০৯:৫১ পূর্বাহ্ণ

স্পোর্টস ডেস্কঃ প্রথম টেস্ট জিতে এগিয়ে থাকলেও সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে হারের শঙ্কায় জিম্বাবুয়ে।
ফলোঅনে পড়ে শুক্রবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে বিনা উইকেটে ২৪ রান তুলেছে দলটি। কেভিন কাসুযা ২০ ও প্রিন্স মাসাভাউরে ৩ রানে অপরাজিত রয়েছেন।
এর আগে আফগানিস্তান ৪ উইকেটে ৫৪৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল। অন্যদিকে প্রথম ইনিংসে জিম্বাবুয়ানরা অলআউট হয়ে যায় ২৮৭ রানে। ফলে ২৫৮ রানের লিড পায় আফগানরা।
প্রথম ইনিংসে আগের দিনের বিনা উইকেটে ৫০ রান থেকে শুক্রবার আবারো ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। মাসাভাউরে ৬৫, কাসুযার ৪১ ও সিকান্দার রাজার ৮৫ রানে ভর করে ২৮৭ রান তোলেন তারা। এরপরও ফলোঅন এড়াতে পারেনি দলটি।
আফগানিস্তানের হয়ে রশিদ খান ৪টি ও আমির হামজা ৩টি উইকেট নেন।
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে হচ্ছে ম্যাচটি।