সিলেটে আজ থেকে করোনা সংক্রমণ রোধে মাঠে নামছে পুলিশ
২১ মার্চ ২০২১, ১০:১১ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টঃ মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রোববার (২১ মার্চ) সারাদেশের মতো সিলেটে শুরু হচ্ছে পুলিশের বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি।
কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশ ব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্যোগের অংশ হিসেবে সিলেট মেট্রোপলিটন পুলিশের মাধম্যে সিলেট নগরী ও শহরতলীর বিভিন্ন পয়েন্টে সাধারণ মানুষকে পুলিশ সদস্যরা মাস্ক পরতে ও হ্যাড-স্যানিটাইজার সচতেনতা বৃদ্ধি করতে মাঠে রয়েছেন।
সরেজমিনে রোববার সকালে দেখা যায় সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানাধীন চন্ডিপুল, হুমায়ুন রশিদ চত্বরসহ বিভিন্ন পয়েন্টে বাংলাদেশ পুলিশের ব্যানারে মাস্ক বিতরণ করা হচ্ছে। সেই সাথে হ্যাড-স্যানিটাইজার দেওয়া হচ্ছে।
জানা যায়, করোনার দ্বিতীয় ধাপ মোকাবিলায় দেশব্যাপী পুলিশের উদ্যোগ: করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশ পুলিশের নির্দেশিকা (এসওপি) বিতরণ; পুলিশের লোগো সম্বলিত ফ্রি মাস্ক বিতরণ; করোনা ভ্যাকসিন গ্রহণে উদ্বুদ্ধকরণ; সচেতনতামূলক মাইকিং, লিফলেট ও পোস্টার বিতরণ; সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিতকরণে ভূমিকা রাখা; করোনায় মৃত্যুবরণকারীদের দাফন; পুলিশের অব্যবহৃত স্থাপনা আইসোলেশন ও কোয়ারেন্টাইন সেন্টারে রূপান্তর।
এছাড়াও ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে বিদেশ থেকে আগত ব্যক্তিদের শনাক্তকরণ ও কোয়ারেন্টাইনে প্রেরণ; জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে করোনা সংক্রান্ত আগত কলের সাড়াদান; পুলিশ হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপন করে কোভিড পরীক্ষা ও চিকিৎসা প্রদান; পুলিশ হাসপাতালে পুলিশ ব্যতীত অন্যান্য সরকারি প্রতিষ্ঠান ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের চিকিৎসা সেবা প্রদান।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের বলেন, ‘মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ থেকে সারাদেশে পুলিশের বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি শুরু হয়েছে। তার অংশ হিসেবে আমাদের প্রতিটি থানার বিভিন্ন পয়েন্টে কার্যক্রম চলছে।
উল্রেখ্য- গত বৃহস্পতিবার (১৮ মার্চ) করোনার দ্বিতীয় ধাপ মোকাবিলায় দেশব্যাপী পুলিশের উদ্যোগ অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড.বেনজীর আহমেদ করোনা রোধে পুলিশের এই কার্যক্রম শুরুর কথা জানিয়েছিলেন।