ঝিনাইগাতীতে হাতী তাড়াতে জগ লাইট বিতরণ

Daily Ajker Sylhet

০৬ এপ্রি ২০২১, ০৯:২৫ পূর্বাহ্ণ


ঝিনাইগাতীতে হাতী তাড়াতে জগ লাইট বিতরণ

শফউিল আলম সম্রাট :
শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার কাংশা ও নলকুড়া ইউনিয়নের সীমান্ত এলাকায় বসবাসকারীদের মাঝে হাতী তাড়াতে জগ লাইট বিতরণ করা হয়েছে। ৫ এপ্রিল সোমবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে এ জগ লাইট বিতরণ করেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম। এসময় উপজেলা প্রকৌশল অফিসের হিসাব সহকারী শাহজাহান মিয়াসহ অন্যান্য লোকজন উপস্থিত ছিলেন। এ সময় ১০ জনের মঝে এ জগ লাইট বিতরণ করা হয়। উল্লেখ্য, সীমান্ত এরাকার গ্রামগুলোতে হাতি ঢুকে ফসল খেয়ে যায়। এই জগ লাইট দেওয়ার ফলে উপকৃত হবে গ্রামবাসী। এই জগ লাইট হাতি তাড়ানোর সহায়ক হবে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।