‘১৪ই এপ্রিল থেকে আরও এক সপ্তাহের ‘লকডাউনের’ কথা ভাবছে সরকার’: ওবায়দুল কাদের - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, ভোর ৫:৫১, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

‘১৪ই এপ্রিল থেকে আরও এক সপ্তাহের ‘লকডাউনের’ কথা ভাবছে সরকার’: ওবায়দুল কাদের

newsup
প্রকাশিত এপ্রিল ৯, ২০২১
‘১৪ই এপ্রিল থেকে আরও এক সপ্তাহের ‘লকডাউনের’ কথা ভাবছে সরকার’: ওবায়দুল কাদের
নিউজ ডেস্কঃ  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “করোনা সংক্রমণের ভয়াবহ পরিস্থিতিতে আগামী ১৪ই এপ্রিল থেকে আরও এক সপ্তাহের সর্বাত্মক লকডাউনের কথা ভাবছে সরকার।”
আজ সকালে সরকারি বাসভবন থেকে ব্রিফিংকালে তিনি এ কথা জানান। ওবায়দুল কাদের বলেন, “দেশের করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে, বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। বেড়েছে জনগণের অবহেলা ও উদাসীনতা। এমতাবস্থায় সরকার জনস্বার্থে ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তাভাবনা করছে।”
চলমান এক সপ্তাহের লকডাউনে জনগণের উদাসীন মানসিকতার কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হয় না বলেও জানান তিনি।
উল্লেখ্য, করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় গত সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের ১১ দফা কঠোর বিধিনিষেধ জারি করে প্রজ্ঞাপন দেয় সরকার। পরে সাধারণ মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে সব সিটিতে গণপরিবহন চলাচল ও মার্কেট খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয় সরকারের তরফে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।