আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী :
আটলান্টিক সিটি ডেমোক্র্যাট কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ জুন, সোমবার বিকেলে আটলান্টিক সিটির একটি ভেনুতে আটলান্টিক সিটি ডেমোক্র্যাট কমিটি পুনর্গঠনের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়।
সভার আলোচ্যসূচীর মধ্যে ছিল নতুন কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন, নির্বাচিত কর্মকর্তা ও বিজয়ী ‘কমিটি পারসন’দের শপথ গ্রহন, বিগত নির্বাচনে বিজয়ী ‘কমিটি পারসন’দের সনদপত্র প্রদান ইত্যাদি। সভায় সর্ব সম্মতিক্রমে কনস্ট্যান্স চ্যাপম্যান সভাপতি ও কাউন্সিলর মো: হোসাইন মোর্শেদ সহ সভাপতি নির্বাচিত হন। এছাড়া কমিটির অন্যান্য পদেও নির্বাচন অনুষ্ঠিত হয়।

কমিটির নব নির্বাচিত সভাপতি ও সহসভাপতি সভায় বক্তব্য রাখেন এবং দলের কার্যক্রমে গতি সঞ্চারের লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান। সভায় দলের নব নির্বাচিত কর্মকর্তাদের ও বিগত নির্বাচনে বিজয়ী ‘কমিটি পারসন’দের শপথ বাক্য পাঠ করান আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল।
সভায় আটলান্টিক কাউন্টির ডেমোক্র্যাটিক কমিটির সাধারন সম্পাদক মিসেস শেরি এন্ডার, কমিটি পারসন সুব্রত চৌধুরী, জাকিরুল ইসলাম খোকা, তানজিনা সুমি, মুনা এ ইসলাম , ডেমোক্র্যাট নেতা জহিরুল ইসলাম বাবুল, সুরজিৎ চৌধুরী মিল্টন প্রমুখ উপস্হিত ছিলেন। এছাড়া ডেমোক্র্যাট দলের সমর্থক ও শুভানুধ্যায়ী সহ অন্যান্য নেতৃবৃন্দও সভায় উপস্থিত ছিলেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।