করোনা মোকাবেলায় সিলেটে পুনঃ ব্যবহারযোগ্য মাস্ক বিতরণ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:৫০, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

করোনা মোকাবেলায় সিলেটে পুনঃ ব্যবহারযোগ্য মাস্ক বিতরণ

banglanewsus.com
প্রকাশিত জুলাই ১৮, ২০২১
করোনা মোকাবেলায় সিলেটে পুনঃ ব্যবহারযোগ্য মাস্ক বিতরণ

স্টাফ রিপোর্টঃ 

সিলেটে মহামারী করোনা মোকাবেলায় সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে পুনঃ ব্যবহারযোগ্য মাস্ক বিতরণ শুরু হয়েছে। সিলেট জেলা পরিষদের উদ্যোগে এ পুনঃ ব্যবহারযোগ্য মাস্ক বিতরণ কর্মসূচীর ব্যবস্থাপনায় ছিলো সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট।

৩দিনের কর্মসূচীর প্রথম দিন ছিলো আজ রবিবার বেলা ১২টায় নগরের কোর্ট পয়েন্ট থেকে এই মাস্ক বিতরণ কার্যক্রম শুরু হয়ে নগরের তালতলা হয়ে কাজীরবাজার গরুর হাটে গিয়ে শেষ হয়।

 

 

এসময় রাস্তার পথচারী, রিকশাচালক, দিনমজুর, শ্রমিক, সবজি বিক্রেতাসহ নানা শ্রেনী পেশার মানুষকে পুনঃ ব্যবহারযোগ্য মাস্ক বিতরণের পাশাপাশি কোভিড ১৯ এর ভয়াবহতা সম্পর্কে সচেতন ও মাস্ক ব্যবহারে ঝুঁকি হ্রাসের বিষয়ে অবহীত করা হয়।

কর্মসূচীর শুরুতে জেলা পরিষদ সিলেটের প্যানেল চেয়ারম্যান শামীম আহমদ, প্রকৌশলী হাসিব আহামেদসহ অন্যান্য কর্মকর্তা সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের নেতৃবৃন্দের কাছে পুনঃ ব্যবহারযোগ্য মাস্ক তুলে দেন।

 

 

পরে নাগরীকদের মাঝে পুনঃ ব্যবহারযোগ্য মাস্ক বিতরণ কর্মসূচীতে অংশনেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ মিশু, সহ সভাপতি উজ্জ্বল দাস, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, বাংলাদেশ গ্রাম থিয়েটার ওসমানী অঞ্চল, সিলেটের সমন্বয়কারী সৈয়দ সাইমুম আনজুম ইভান ছাড়াও ১৫ জনের নাট্যকর্মীদের দল।

 

 

আগামীকাল ১৯ জুলাই ও পরদিন ২০ জুলাই এই মাস্ক বিতরন কর্মসূচী নগরের বিভিন্ন স্থানে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্মসূচির সমন্বয়কারী সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।