সাংবাদিক মারুফ আহমেদের পিতা আর নেই : ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

Daily Ajker Sylhet

banglanewsus.com

০৫ আগ ২০২১, ০৫:০৩ অপরাহ্ণ


সাংবাদিক মারুফ আহমেদের পিতা আর নেই : ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

স্টাফ রিপোর্টঃ

ঐতিহ্যবাহী সিলেট প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক, স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি’র সিলেট প্রতিনিধি সাংবাদিক মারুফ আহমদ’র পিতা বিশিষ্ট ব্যবসায়ি, সমাজসেবী শিক্ষানুরাগী আবুল হোসেন আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ ৫আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় ইন্তেকাল করেন। তিনি করোনায় আক্রান্ত ছিলেন।
মরহুমের প্রথম নামাজে জানাযা ছাতক পৌরসভার বাজরামহল এলকায় বেলা ২টা এবং গ্রামের বাড়ি ছাতকের চরমহল্লার হাসারচরে বিকেল ৪টায় দ্বিতীয় জানাজা শেষ পারিবারিক গোরস্থানে দাফন করা হব। অনুষ্ঠিত হবে ।
এদিকে সাংবাদিক মারুফ আহমেদের পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলা নিউজ ইউএস ডট কমের বার্তা সম্পাদক, নন্দিত আবৃত্তিশিল্পী সৈয়দ সাইমূম আনজুম ইভান।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।