চলে গেলেন জার্মান ফুটবলের কিংবদন্তি গার্ড মুলার - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১২:০১, ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

চলে গেলেন জার্মান ফুটবলের কিংবদন্তি গার্ড মুলার

newsup
প্রকাশিত আগস্ট ১৬, ২০২১
চলে গেলেন জার্মান ফুটবলের কিংবদন্তি গার্ড মুলার
স্পোর্টস ডেস্কঃ মারা গেলেন জার্মান ফুটবলের কিংবদন্তি গার্ড মুলার। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

১৯৭৪ সালের বিশ্বকাপজয়ী দলে ছিলেন জার্মান এই তারকা। সেই বিশ্বকাপের সর্বােচ্চ গোলদাতাও ছিলেন তিনি। ২০০৬ বিশ্বকাপের আগ পর্যন্ত তিনিই ছিলেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। ১৯৭০ সালে জিতেছেন ব্যালন ডি’অর।

এক বিবৃতিতে বায়ার্ন মিউনিখ জানিয়েছে, ‘বায়ার্ন মিউনিখসহ গোটা দুনিয়া আজ স্তব্ধ। জার্মানির কিংবদন্তি ফুটবলার গার্ড মুলার মারা গেলেন ৭৫ বছর বয়সে। বায়ার্ন মিউনিখ ও জার্মান জাতীয় ফুটবল দলের হয়ে বহু ইতিহাস গড়েছেন তিনি।’

জার্মান জাতীয় দলের হয়ে ৬২টি ম্যাচ খেলেছেন মুলার। গোল করেছেন ৬৮টি। ১৯৭২ সালে তিনি জার্মানির হয়ে জিতেছেন ইউরো। দুটি বিশ্বকাপ খেলে তার গোলসংখ্যা ১৪। বায়ার্নের হয়ে ৫৬৬ গোলের অনন্য এক কীর্তি গড়েছেন মুলার। লিগে সাতবারের সর্বোচ্চ গোলদাতাও তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।