নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান গোলাপের উপর হামলা ॥ ২১ জনের বিরুদ্ধে মামলা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, ভোর ৫:২২, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান গোলাপের উপর হামলা ॥ ২১ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত জুন ১, ২০১৬
13327621_903570199769614_3312344530465663056_n

নবীগঞ্জ/হবিগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নে বার বার নির্বাচিত এবারের পরাজিত চেয়ারম্যান আবুল খায়ের গোলাপ ও তার লোকজনের উপর অপর পরাজিত চেয়ারম্যান প্রার্থীর লোকজন কর্তৃক হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় আহত হয়েছেন ১০ জন। এ ঘটনায় আবুল খায়ের গোলাপ বাদি হয়ে ফয়েজ আমীন রাসেলকে প্রধান আসামী করে নবীগঞ্জ থানায় ২১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, এবারে গজনাইপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পড়ে ৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে চেয়ারম্যান আবুল খায়ের গোলাপ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইমদাদুর রহমান মুকুল ও ফয়েজ আমীন রাসেলের পিতা শাহ নেওয়াজের মধ্যে মূল লড়াই হয়। ২৮ মে রাতে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনের পরদিন গত রবিবার সকালে পরাজিত চেয়ারম্যান গোলাপ গ্রামের লোকদের সাথে দেখা করার জন্য নিজ বাড়ি হতে পায়ে হেঁটে রওনা হন। লোগাঁও গ্রামস্থ আঃ কাইয়ুমের দোকানের সামনে আসা মাত্র কতিপয় লোক আবুল খায়ের গোলাপ ও তার সাথে থাকা লোকদের উপর হামলা চালায়। এক পর্যায়ে ফয়েজ আমীন রাসেল তার হাতে থাকা রুইল দিলে চেয়ারম্যান গোলাপকে আঘাত করেন। খবর পেয়ে গোপলার বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রহমান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। এ ঘটনায় আবুল খায়ের গোলাপ থানায় মামলা দায়ের করেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।