নতুন দুই ছবিতে চুক্তিবদ্ধ হলেন স্পর্শিয়া - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:১১, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

নতুন দুই ছবিতে চুক্তিবদ্ধ হলেন স্পর্শিয়া

banglanewsus.com
প্রকাশিত আগস্ট ২২, ২০২১
নতুন দুই ছবিতে চুক্তিবদ্ধ হলেন স্পর্শিয়া
বিনোদন ডেস্কঃ অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া নতুন দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবি দুটির নাম ‘জলকিরণ’ ও ‘রক্তময়ূর’। দুটি ছবিই  নির্মাণ করবেন ইচআর হাবিব। চলতি সপ্তাহেই ছবি দুটিতে স্পর্শিয়া চুক্তিবদ্ধ হয়েছেন বলে সমকালকে জানান তিনি।

স্পর্শিয়া বলেন, ‘জলকিরণ’ ও ‘রক্তময়ূর’ দুটি ছবির গল্প শুনে ভালো লেগেছে। আমি যে ধরনের চলচ্চিত্রে অভিনয় করতে চাই বা করি দুটির গল্পই তেমন। অভিনয় করার অনেক জায়গা রয়েছে এতে। ছবি দুটির একটিতে নায়ক হিসেবে থাকছেন নিরব ভাই। আরে একটি নায়ক এখনও চূড়ান্ত নয়।’

তিনি আরও বলেন, ‘সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দর্শকের কাছে নতুন কিছু তুলে ধরতে পারলেই চলচ্চিত্রের বাঁকবদল সম্ভব। আশার কথা হলো, এখন বেশ কিছু নির্মাতা সেই চেষ্টা করছেন। সেই তালিকায় এই দুটি ছবির নামও যুক্ত হবে বলেই আমার বিশ্বাস।’

জলকিরণ ছবিতে স্পর্শিয়ার নায়ক নিরব। তিনি বলেন, আমি আর স্পর্শিয়া রোজিনা আপার ‘ফিরে দেখা’ ছবিতে অভিনয় করেছি। এখন যে ছবিটি করতে যাচ্ছি তার গল্প ও নির্মাণ পরিকল্পনা শুনে মনে হয়েছে, এটি সময়োপযোগী একটি ছবি হবে।’

দুটি ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই।

এর আগে ‘রূপগাওয়াল’ ও ‘ছিটমহল’ নামে দুটি ছবি নির্মাণ করেছেন এই নির্মাতা। তৃতীয় ছবি ‘জলকিরণ’ নিয়ে তিনি জানান, একই সঙ্গে এটি বৈজ্ঞানিক কল্পকাহিনি ও শিশুতোষ ছবি। স্যাটায়ারের মাধ্যমে বিভিন্ন বিষয়ে এর গল্প তুলে ধরা হবে।

ছবিটি প্রযোজনা করছে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান কেএফ বেঙ্গল আর অ্যান্ড ডি। বাংলা, ইংরেজি ও স্প্যানিশ ভাষায় ছবিটি নির্মাণ করা হবে। শুটিং শুরু হবে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।