লন্ডন ডেস্কঃ
সকাল হতেই অনুষ্ঠানে অংশ গ্রহণ করার জন্য ইপসুইচ সহ লন্ডন, বার্মিংহাম, ম্যানচেস্টার, কার্ডিফ, বোল্টন সহ নানা স্থান হতে মানুষ কোচে করে, গাড়িতে এ অনুষ্টানে অংশ গ্রহণ করেন।
ঈমাম কাসিম রশিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সীরাত সম্মেলন পালাক্রমে পরিচালনা করেন কারী সুলতান আহমেদ ও রায়হান মাহমুদ।
হুজাইফা শেইখ এর সুমধুর কোরান তিলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়। অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন ঈমাম কাসিম রাশিদ আহমেদ। সম্মেলনে প্রিয় নবী হজরত মোহাম্মদ (সাঃ) এর জীবনের বিভিন্ন দিক নিয়ে বাংলা, ইংরেজি ও উর্দু ভাষায় আলোচনা করা হয়।
মহানবীর আদর্শ, পারিবারিক জীবন, সামাজিক ও রাষ্ট্রীয় জীবন বিষয় সহ রাসূলের জীবনের অজানা অনেক কথা বক্তাদের বক্তব্যের মাঝে উঠে আসে। আশেকে রাসূল ভক্তরা দিনব্যাপী এই অধিবেশন সরাসরি ইকরা টিভি, ইকরা বাংলা টিভি ও ইসলাম টিভিতে উপভোগ করেন। বিশেষ করে একজন অমুসলিম এর ইসলাম ধর্ম গ্রহণ ও বিশিষ্ট মুয়াজ্জিন হাসান রাসূল এর লাইভ আজান সবাইকে মুগ্ধ করে।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন বিশ্ব বরেণ্য স্কলার মুফতি ইসমাইল মেনক, শায়েখ রিয়াদুল হক, মুফতি আব্দুল হান্নান, শায়েখ তরিকুল্লাহ, মাওলানা শুয়াইব আহমদ, মুফতি আব্দুর রহমান, মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা রেজাউল হক, মুফতি আব্দুল মুনতাকিম, মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা ছাদিকুর রহমান, শায়খ আব্দুর রহমান মাদানী, ডঃ আবুল কালাম আজাদ, শায়খ মাহমুদুল হাসান ও মাওলানা ইমদাদুর রহমান আল মাদানী সহ ৫০ জন ইসলামী চিন্তাবিদ।
রাট সাড়ে ৯টায় অধিবেশন শেষে বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা শামসুল হক।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।