সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এফকন্সের সচেতনামুলক লিফলেট বিতরণ

Daily Ajker Sylhet

৩১ অক্টো ২০২১, ০৩:৫৩ অপরাহ্ণ


সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এফকন্সের সচেতনামুলক লিফলেট বিতরণ

মোঃরিমন খান সরাইল প্রতিনিধি।
সাবধানে চালাবো গাড়ি, নিরাপদ ফিরবো বাড়ি, যত গতি,ততই ক্ষতি,এই প্রতিপাদ্য কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড় মোড়ে সচেতনা মুলক লিফলেট বিতরণ করা হয়েছে।
আজ রবিবার সকাল ১১টায় বাংলাদেশ সড়ক  প্রকল্প এফকন্সের উদ্যােগে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সড়ক পরিবহন শ্রমিক ও পথচারীদের মাঝে সচেতনামুলক লিফলেট বিতরণ এবং গাড়িতে স্টিকার লাগানো হয়েছে।
ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সরাইল বিশ্বরোড মোড়ে লিফলেট বিতরণের উদ্বোধন করেন এফকন্সের এডমিন ইনচার্জ চতেন্দ্র সিং,সেফটি ম্যানেজার প্রতিম মুখার্জি। লিফলেট বিতরণে অংশ নেন খাঁটিহাতা হাইওয়ে থানার এ এস আই আরিফুল ইসলাম ও তার সঙ্গীয়ফোর্স।
এ বিষয়ে এফকন্সের দুই কর্মকর্তা চতেন্দ্র সিং এবং প্রিতম মুখার্জি বলেন, রাস্তার কাজ চলাকালীন সময়ে রাস্তা সুরক্ষার আওতায় দূর্ঘটনা প্রতিরোধে গাড়ি চালক এবং সাধারণ মানুষকে সচেতন করতে আমরা আজকের প্রোগ্রামটি করেছি।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।