দিল্লিতে সবাইকে হোম অফিস করার নির্দেশ সুপ্রিম কোর্টের

Daily Ajker Sylhet

newsup

১৫ নভে ২০২১, ০৭:৪৩ অপরাহ্ণ


দিল্লিতে সবাইকে হোম অফিস করার নির্দেশ সুপ্রিম কোর্টের

নিউজ ডেস্কঃ 

ভারতের রাজধানী দিল্লি ও তার আশেপাশের শহরে সব অফিস বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। বলা হয়েছে, সব কর্মীকে হোম অফিস করতে হবে। দিল্লিতে ক্রমবর্ধমান বায়ুদূষণের কারণেই এ নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, তিনজন জজের একটি প্যানেল এ নির্দেশ দিয়েছে। প্যানেলটির প্রধান এনভি রামানা বলেন, আমরা জাতীয় রাজধানীর কেন্দ্র এবং রাজ্যগুলোতে সবাইকে হোম অফিস করানোর নির্দেশ দিয়েছি।

আদালত পাশের রাজ্য হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তর প্রদেশে ফসলের বর্জ্যের আগুন লাগানোর লাগাম টানতে জরুরী পদক্ষেপও চেয়েছে। বিচারপতি সূর্য কান্ত বলেছেন, আমরা এই বিষয়ে দ্রুত পদক্ষেপ চাই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।