চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আসিফ খান যুগান্তরকে বলেন, রোববার ঝাউতলা বস্তিতে ৫০০ জনকে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হয়। যাদের রেজিস্ট্রেশন করার সুযোগ নেই তাদেরকেই বিশেষ ক্যাম্পেইনের আওতায় নিবন্ধন করিয়ে এই টিকা দেওয়া হচ্ছে।
এছাড়া মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার একইভাবে আরও দেড় হাজার জনকে টিকার আওতায় আনা হবে। সোমবার সিভিল সার্জন কার্যালয়ে বেলা ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৫০০ হিজড়াকে টিকা দেওয়া হবে। এছাড়া চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ (চুয়েট) বেশ কিছু পোশাক কারখানা ও শিল্প কারখানায় টিকাদান শুরু হয়েছে।