‘যুদ্ধজয়ী’ তুর্কি ড্রোন দিয়ে মহড়া চালাল আজারবাইজান - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৯:৫২, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

‘যুদ্ধজয়ী’ তুর্কি ড্রোন দিয়ে মহড়া চালাল আজারবাইজান

newsup
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২১
‘যুদ্ধজয়ী’ তুর্কি ড্রোন দিয়ে মহড়া চালাল আজারবাইজান

নিউজ ডেস্কঃ 

লিবিয়ায় সাফল্য পাওয়ার পর আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহৃত হয় তুরস্কের ড্রোন। এ যুদ্ধে আজারবাইজানের সাফল্যে বায়রাক্তার টিবি-২-এর ভূমিকার কারণে তুর্কি ড্রোন বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। আর্মেনিয়ার কবলে থাকা নিজেদের ভূখণ্ড উদ্ধারে গুরুত্বপূর্ণ অবদান রাখা এ ড্রোন নিয়ে সাম্প্রতিক সময়ে মহড়া চালিয়েছে আজারবাইজান।

বৃহস্পতিবার আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়। খবর ডেইলি সাবাহর।

খবরে বলা হয়, আজারবাইজানের বিমানবাহিনী বায়রাক্তারের তৈরি মনুষ্যবিহীন আকাশযান (ইউএভিএস) নিয়ে সামরিক মহড়া চালিয়েছে।

এ মহড়ায় ফ্লাইট চলাকালে লাইভ-ফায়ার অনুশীলনও করা হয়, যা আজারবাইজানের বিমানবাহিনীর যুদ্ধ দক্ষতা বাড়াবে।

আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের সামরিক মহড়ার একটি ভিডিও প্রকাশ করেছে।

নাগোরনো-কারাবাখ যুদ্ধে বাকু তুরস্কের বায়রাক্তার টিবি-২ ড্রোন ব্যবহার করে ব্যাপক সাফল্য পেয়েছে। আর্মেনিয়ার দখলে থাকা অঞ্চল এ যুদ্ধে উদ্ধার করতে সক্ষম হয় আজারবাইজান।

এ যুদ্ধে সাফল্যের পর থেকেই বায়রাক্তার টিবি-২ ড্রোনের চাহিদা বিশ্বজুড়ে বাড়তে থাকে।

এ ড্রোনের প্রস্তুতকারী প্রতিষ্ঠান বায়কার জানিয়েছিল, বায়রাক্তার টিবি-২ ড্রোন আমদানিকারক দেশের সংখ্যা ১৩ হতে যাচ্ছে।

বায়রাক্তার টিবি-২ ইউক্রেন, কাতার, আজারবাইজান এবং পোল্যান্ডের কাছে বিক্রি করেছে তুরস্ক। সৌদি আরবও তুরস্কের ড্রোন পেতে নিজেদের আগ্রহের কথা জানিয়েছে। তুরস্কের কাছে ড্রোন কেনার ইঙ্গিত দিয়েছে ইউরোপের দেশ লাটভিয়া।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।