জামাল উদ্দীন সাতক্ষীরা থেকেঃ
সাতক্ষীরার উপকূলে ঘূর্ণিঝড় জাওয়াদ মোকাবেলায় সার্বিক প্রস্তুত প্রশাসন। আজ রবিবার বিকাল টা পর্যন্ত সর্বশেষ সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবীর শ্যামনগরে অবস্থান করছেন বলে জানিয়েছেন,নির্বাহী কর্মকতা আ,ন,ম আবুজার গিফারী।তিনি আরও জানিয়েছেন,বর্তমান জোয়ারের পানি স্বাভাবিক এর চেয়েও একটু বেশি।সকল আশ্রয়কেন্দ্র প্রস্তুত সহ শুকনো খাবারের ব্যবস্থা রাখা হয়েছে।পাউবো বাঁধ রক্ষার জন্য সার্বিক প্রস্তুত রয়েছেন।তেমন ক্ষয়ক্ষতি আশংখা নেই।তবে প্রশাসন সকল প্রস্তুতি রেখেছেন।সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলি জানিয়েছেন,ঘূর্ণিঝড় জাওয়াদ তাঁর শক্তি হারিয়ে বঙ্গসাগরে নিম্নচাপে পরিনত হয়েছে,এর প্রভাবে সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।আগামীকাল সোমবার দুপুর নাগাত আবহাওয়া স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।বর্তমান ৩ নং সর্তক সংকেত জারি রয়েছে।শ্যামনগর উপকূলের জন্য পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা -১ এর নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের এর নির্দেশে সহকারী প্রকৌশলী মাসুদুর রহমান প্রতিরোধ টিম সহ প্রয়োজনীয় উপকরণ প্রস্তুত রেখে মেরামত করা বাঁধে নজরদারীতে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।