কুমারখালীতে বিজ্ঞান মেলার উদ্বোধন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, ভোর ৫:২৭, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

কুমারখালীতে বিজ্ঞান মেলার উদ্বোধন

ADMIN, USA
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২১
কুমারখালীতে বিজ্ঞান মেলার উদ্বোধন
মনোয়ার হোসেন কুমারখালী পতিনিধি  ঃ
” বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিকতা :একসুত্রে গাঁথা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলা -২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসন আয়োজনে বুধবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় স্থানীয় আবুল হোসেন তরুণ অডিটোরিয়াম চত্ত্বরে ফুলের ফিতাকেটে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান।
পরে এউপলক্ষ্যে আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদরের চেয়ারম্যান আব্দুল মান্নান খান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান লালু, মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকুল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রশিদসহ প্রমূখ।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মাদ আলী।
উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলায় ১২ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। পরে অতিথিবৃন্দ বিজ্ঞান মেলার স্টল গুলো ঘুরেঘুরে পরিদর্শন করেন এবং ক্ষুদে বিজ্ঞানীরা তাঁদের আবিস্কার প্রদর্শন করেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।