নিউজ ডেস্কঃ বিদ্যুতের চড়া দাম বাড়ালো তুরস্ক। শনিবার দেশটি পরিবার এবং কোম্পানির জন্য এই দাম বাড়িয়েছে ৫০ থেকে ১০০ শতাংশ। এছাড়া একইসঙ্গে বেড়েছে প্রাকৃতিক গ্যাসের মূল্য।
দেশটির এনার্জি রেগুলেটরি অথরিটি বলেছে, ২০২২ সালে নিম্ন চাহিদার পরিবারের জন্য বিদ্যুতের দাম প্রায় ৫০ শতাংশ বাড়ানো হয়েছে। অন্যদিকে উচ্চ-চাহিদা সম্পন্ন বৈদ্যুতিক বাণিজ্যিক ব্যবহারকারীদের এই দাম বেড়েছে ১০০ শতাংশ।
এছাড়া দেশটিতে জানুয়ারিতে আবাসিক এলাকায় প্রাকৃতিক গ্যাসের দাম বেড়েছে ২৫ শতাংশ, এবং শিল্প বাণিজ্যের জন্য এই বাড়ানো হয়েছে ৫০ শতাংশ। বিদ্যুৎ উৎপাদনকারী শিল্প ব্যবহারে এর দাম বাড়ানো হয়েছে ১৫ শতাংশ।
তুরস্কে নভেম্বরে দেশটির বার্ষিক মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ২১ শতাংশের বেশি। এবং ডিসেম্বরে তা বেড়ে গিয়ে ৩০ শতাংশ।
তুর্কি মুদ্রা লিরার টানা দরপতনে তুরস্কে এখন জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। তা সত্ত্বেও দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গত ২০ ডিসেম্বর দেশটির কেন্দ্রীয় ব্যাংককে সুদের হার সমানে কমানোর নির্দেশনা দেন।
সেসময় বিশেষজ্ঞদের ধারণা করেন, এই নীতির ফলে আগামী কয়েক মাসের মধ্যে ৩০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে মুদ্রাস্ফীতির হার। এবং ইতোমধ্যে দেশটিতে মুদ্রাস্ফীতির হার ৩০ শতাংশ পেরিয়েছে।