ভুলে গ্রাহকদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পাঠালো ব্যাংক

Daily Ajker Sylhet

newsup

০২ জানু ২০২২, ১২:৪৩ অপরাহ্ণ


ভুলে গ্রাহকদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পাঠালো ব্যাংক

নিউজ ডেস্কঃ আপনার কাছে হুট করে বার্তা এলো আপনার অ্যাকাউন্টে লাখ লাখ টাকা খোদ ব্যাংক থেকেই পাঠানো হয়েছে। কাল্পনিক হলেও এমন সত্যি ঘটনা ঘটেছে যুক্তরাজ্যের স্যান্টান্ডার ইউকে ব্যাংকে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, প্রযুক্তিগত ভুলের কারণে বড়দিনে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে যায় প্রায় ১ কোটি ৭৫ লাখ মার্কিন ডলার। দ্য টাইমস অব লন্ডনের প্রতিবেদনে সর্ব প্রথম এই খবর এসেছে।

ওই ব্যাংকের এক মুখপাত্র এ বিষয়ে বলেন, প্রায় দুই হাজার ব্যক্তিগত এবং বাণিজ্যিক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ চলে যাওয়ার বিষয়টি পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। প্রযুক্তিগত যে ত্রুটি হয়েছে তা চিহ্নিত করা গেছে। ফলে ভবিষ্যৎ-এ ধরনের ঘটনার আশঙ্কা কম।

খবরে বলা হয়েছে,  গ্রাহকরা টাকা ফেরত দিতে চাইছেন না বলে দাবি করেছেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ব্যাঙ্ক আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে,  যে ভাবেই হোক ওই টাকা গ্রাহকদের থেকে পুনরুদ্ধারের।

ব্রিটেনের আইন বলছে, যদি কোনও গ্রাহকের অ্যাকাউন্টে ভুলবশত টাকা ঢোকে তা হলে তা ব্যাঙ্ক ফেরত নিতে পারে। গ্রাহক যদি সেই টাকা দিতে অস্বীকার করেন তা হলে তার ১০ বছর কারাদণ্ড হতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।