ওয়াশিংটনে ফোবানা সম্মেলনে আন্তর্ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৭:৩৫, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ওয়াশিংটনে ফোবানা সম্মেলনে আন্তর্ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

banglanewsus.com
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২২
ওয়াশিংটনে ফোবানা সম্মেলনে আন্তর্ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

নিউজ ডেস্কঃ

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় মিলনমেলা ফোবানা সম্মেলন শেষ হয়েছে। রোববার ওয়াশিংটন ডিসির গেলড ন্যাশনাল রিসোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত তিন দিনের ওই আয়োজনের শেষ দিনে আন্তর্ধর্মীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দেশের বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ইন্টারফেইথ সেন্টার অব ইউএসএ-এর উদ্যোগে এই ধর্মীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংস্থার মুহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন পরিচালনা করেন নির্বাহী সচিব সুখেন গমেজ। উল্লেখযোগ্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতিসংঘের এনজিও বিষয়ক প্রতিনিধি ড. রেমী আলাপো, গ্রেটার গ্রেস মিনিস্ট্রির বিশপ ড. এডুয়ার্ট বারনেট, ইন্টারন্যাশনাল বুডিস্ট সেন্টারের সভাপতি কাতোগোসতোতা উপারানাতারা মাহাথেরা, ফোবানা সম্মেলনের আহ্বায়ক জিআই রাসেল, বিদিতা রহমান ভূঁইয়া প্রমুখ।

ন্যাশনাল মসজিদ অব ওয়াশিংটনের ইমাম কাদির আব্দুস সালামের আন্তর্ধর্মীয় প্রার্থনার মাধ্যমে সম্মেলন শুরু হয়। সম্মেলনের বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল শান্তি সংলাপ, প্যানেল আলোচনা, পুরস্কার বিতরণ ইত্যাদি। এরপর আন্তর্ধর্মীয় প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সম্মেলন শেষ হয়।

ইন্টারফেইথ সেন্টারের সভাপতি সংস্থার কার্যক্রম সম্পর্কে বলেন, আন্তর্ধর্মীয় সংলাপসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সমাজে শান্তির বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে গঠিত হয়েছে ইন্টারফেইথ সেন্টার অব ইউএসএ। ভিন্ন ভিন্ন ধর্মে বিশ্বাসী মানুষদের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি এবং সমাজে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যেই কাজ করছে ইন্টারফেইথ সেন্টার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।