ডেস্ক রিপোর্ট : ‘দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকে দক্ষ করে গড়ে তুলতে হবে’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) গণভবনে ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের তৃতীয় সভায় এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশকে এগিয়ে নেওয়ার জন্য তরুণ সমাজকে আরও বেশি উপযুক্ত করে গড়ে তুলতে হবে। তাদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়া ও ট্রেনিং দেওয়ার পাশাপাশি তাদের মন-মানসিকতাও সেভাবে গড়ে তুলতে কাজ করতে হবে।
তিনি বলেন, আমাদের যেই সংখ্যক তরুণ রয়েছে, তাদের উপযুক্ত করে গড়ে তুলতে পারলে শুধু এই প্রজন্ম নয়, সামনের প্রজন্মকেও গড়ে তুলতে পারব। এতে করে শিক্ষা-দীক্ষা, শিল্প-বাণিজ্য, অর্থনৈতিক সবদিক থেকে আমরা এগোতে পারব।
এ সময় ডিজিটাল নিরাপত্তায় আরও বেশি নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রযুক্তি আমাদের যেমন সুযোগও সৃষ্টি করে দেয়, আবার অনেকসময় সমস্যাও সৃষ্টি করতে পারে। সেদিক থেকে আমাদের নিরাপত্তার দিকটা আমাদের আরও নতুনভাবে চিন্তা করতে হবে।
গবেষণা বাড়ানোর নির্দেশনা দিয়ে তিনি বলেন, আমাদের সবসময় মাথায় রাখতে হবে, প্রযুক্তির উৎকর্ষতা প্রতিনিয়ত বাড়তে থাকবে। এ জন্য গবেষণাটাকেও আরও বেশি গুরুত্ব দিতে হবে। সবক্ষেত্রেই গবেষণাটা দরকার।
সরকার প্রধান বলেন, আমরা অন্যের মুখাপেক্ষী হয়ে থাকব কেন আমাদের দেশের মানুষের মেধা আছে। সেটা বিকাশের সুযোগ করে দিলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারব।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।