লন্ডনে বাংলানিউজ ইউএসের কেক কেটে ৮ম বর্ষপূর্তি উদযাপন
২৪ এপ্রি ২০২২, ০৬:৪০ অপরাহ্ণ

যুক্তরাজ্য প্রতিনিধি :
লন্ডনে বাংলানিউজ ইউএস ডটকমের কেক কেটে ৮ম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।
রবিবার (২৪ এপ্রিল ২০২২) বিকেলে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে বাংলানিউজ ইউএস ডটকমের প্রধান সম্পাদক মুহাম্মদ শাহেদ রাহমানে সভাপতিত্বে ও বাংলানিউজ ইউএস ডটকমের যুক্তরাজ্য প্রতিনিধি মুহাম্মদ সালেহ আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে কেক কেটে ৮ম বর্ষ পূর্তি অনুষ্ঠানের উদযাপন করেন লন্ডন বারা অফ টাওয়ার হ্যামলেটসের স্পিকার কাউন্সিলর মুহাম্মদ আহবাব হোসেন।
বাংলানিউজ ইউএস ডটকমের ৮ম বর্ষ পূর্তিতে শুভেচ্ছা জানিয়ে ইফতার পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন — ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনসার আহমদ উল্লাহ, সত্যবাণীর প্রধান সম্পাদক সৈয়দ আনাস পাশা, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি প্রবীন সাংবাদিক মতিয়ার চৌধুরী, সাবেক কাউন্সিলর সোনাহর আলী, এটিএন বাংলা ইউকের নিউজ এডিটর ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের এসিসটেন্ট সেক্রেটারী সাঈম চৌধুরী, অধ্যাপক সাজিদুর রহমান, আমিনা আলী, ইয়াসমিন মতিন, জে টাইমস টিভির উপদেষ্ঠা ব্যারিস্টার ইকবাল হোসেন, কাউন্সিলর শাহ সোহেল আমিন, বিশ্বাবাংলা নিউজের সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, বিলেত ম্যাগাজিনের মিজানুর রহমান মীরু, ২৬ শে টেলিভিশনের সিইও জামাল খান , ও বাংলা সংলাপের প্রকাশক আনসার মিয়া, জগন্নাথপুর টাইমসের সিনিয়র রিপোর্টার মুহাম্মদ সুহেল আহমদ প্রমুখ।
উল্লেখ্য বাংলানিউজ ইউএস ডটকমের প্রধান সম্পাদকের দায়িত্বে আছেন- মুহাম্মদ শাহেদ রাহমান, সম্পাদক ও সিইও হচ্ছেন তরুন সাংবাদিক মাহফুজুর রহমান আদনান ও যুক্তরাজ্য প্রতিনিধির দায়িত্ব পালন করছেন মুহাম্মদ সালেহ আহমাদ। তাছাড়া বাংলানিউজ ইউএস ডটকমের দেশে বিদেশে সাথে আছেন একঝাঁক তরুণ সাংবাদিক।
বাংলানিউজ ইউএস ডটকম ২০১৪ সালের এপ্রিল থেকে কার্যক্রম শুরু করে ডোমেইন কিনে সংবাদ প্রচারের পাশাপাশি কমিউনিটি সেবায় কাজ করছে । এটি বিভিন্ন সময় ডোনেশন ও কমিউনিটির বিভিন্ন করমসুচিতে অংশ নিয়েছে। করোনাকালীন সময়ে সাধ্যমত মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়েছে। সিলেট সহ বাংলাদেশের অন্যান্য অনচলে মানবিক বিপর্যয়ে কাজ করেছে। প্রবাসীদের কথা ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে এই নিউজ পোর্টাল সব সময় কাজ করে যাচ্ছে।