হজযাত্রীর সৌদি ইমিগ্রেশন হবে ঢাকায় - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১২:১৫, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

হজযাত্রীর সৌদি ইমিগ্রেশন হবে ঢাকায়

newsup
প্রকাশিত মে ৫, ২০২২
হজযাত্রীর সৌদি ইমিগ্রেশন হবে ঢাকায়

ডেস্ক নিউজ, ঢাকা: এ বছর আরও সুন্দর, নিরাপদ ও নির্বিঘ্ন হজ ব্যবস্থাপনার লক্ষ্যে পূর্ব প্রস্তুতি নেওয়া হয়েছে। শতভাগ হজযাত্রীর সৌদি অংশের  ইমিগ্রেশন বাংলাদেশেই হবে। হজ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, দফতর, সংস্থাকে নির্বিঘ্ন হজ ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (১৮ এপ্রিল)  হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত আলোচনা ও ইফতার মাহফিলে সংশ্লিষ্টরা এসব তথ্য জানান।

ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেন, সৌদি আরবের সিদ্ধান্ত অনুসারে বাংলাদেশ থেকে এ বছর  ৫৭ হাজার ৮শ ৫৬ জন হজযাত্রী হজে যেতে পারবেন। সৌদি-বাংলাদেশ হজ চুক্তি সম্পাদনের পর মন্ত্রিপরিষদ কর্তৃক    অনুমোদিত হজ প্যাকেজ ঘোষণা করা হবে। সেখানে হজযাত্রী, হজ এজেন্সি, সংশ্লিষ্ট সকল  মন্ত্রণালয়, দফতর, সংস্থার করণীয় বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।