১০ জনের শেখ রাসেলকে হারাতে পারেনি আবাহনী – BANGLANEWSUS.COM
  • ২৫শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

 

১০ জনের শেখ রাসেলকে হারাতে পারেনি আবাহনী

newsup
প্রকাশিত মে ১২, ২০২২
১০ জনের শেখ রাসেলকে হারাতে পারেনি আবাহনী

ডেস্ক নিউজ, ঢাকা: আগে গোল করে ৩ পয়েন্টের স্বপ্ন দেখছিল আবাহনী লিমিটেড। ম্যাচে লিড ধরে রেখেছিল অনেক সময়। কিন্তু অন্তিম মুহূর্তে এসে তাদের হতাশ করে শেখ রাসেল ম্যাচে সমতায় ফেরায়। তারা ১০ জনের দল নিয়েও রুখে দিয়েছে আকাশি-নীল জার্সিধারীদের। প্রিমিয়ার লিগের ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলের ড্রতে। বৃহস্পতিবার সিলেট জেলা স্টেডিয়ামে প্রথমার্ধের বড় অংশ জুড়ে আবাহনী ভালো খেলার চেষ্টা করেছে। ২১ মিনিটে রাকিব হোসেনের ক্রসে নাবীব নেওয়াজ জীবন বক্সের ভেতর থেকেও লক্ষ্যে শট নিতে পারেননি।

চার মিনিট পর রাফায়েল অগাস্তোর পাসে সতীর্থ একজনের বাঁ পায়ের জোরালো শট গোলকিপার প্রতিহত করার পর ক্রসবার হতাশ করে আবাহনী সমর্থকদের।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।