মোবাইল ফোন-ল্যাপটপসহ প্রযুক্তিপণ্যের দাম বেড়েছে ১০ শতাংশ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৭:৩৫, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

মোবাইল ফোন-ল্যাপটপসহ প্রযুক্তিপণ্যের দাম বেড়েছে ১০ শতাংশ

newsup
প্রকাশিত মে ২৮, ২০২২
মোবাইল ফোন-ল্যাপটপসহ প্রযুক্তিপণ্যের দাম বেড়েছে ১০ শতাংশ

ডেস্ক নিউজ, ঢাকা: দেশে ডলারের দাম বেড়ে যাওয়ায় সব ধরনের প্রযুক্তিপণ্যের দাম অন্তত ১০ শতাংশ বেড়ে গেছে। কিছুদিন আগে ২০ হাজার টাকায় বিক্রি হওয়া মোবাইল ফোন এখন ২২ হাজার, ৬৮ হাজার টাকা দামের কোর-আই ফাইভ মানের ল্যাপটপ এখন বিক্রি হচ্ছে প্রায় ৭৫ হাজার টাকায়। কোথাও কোথাও এর চেয়ে বেশি দামেও বিক্রি হচ্ছে। তবে বাজার-সংশ্লিষ্টরা বলছেন, প্রযুক্তিপণ্যের সরবরাহে কোনও সংকট নেই। সম্প্রতি দেশের সবচেয়ে বড় কম্পিউটার বাজার রাজধানীর আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটিতে সরেজমিনে ক্রেতাদের দেখা মিললেও আউটলেটগুলোতে বিক্রির পরিমাণ ছিল কম। বিক্রেতারা বলছেন, গত দুই সপ্তাহ ধরে বাজার এমনই চলছে।

কম্পিউটার কিনতে আসা ধানমন্ডির সালাহউদ্দিন জানালেন, তিনি ল্যাপটপ কিনতে চান, কিন্তু দাম বেড়ে যাওয়ায় কিনতে পারছেন না। বাজেটে কুলোচ্ছে না। বাজেট ঠিক রেখে তিনি কম কনফিগারেশনের ল্যাপটপ খুঁজছেন। কিন্তু মন মতো না হওয়ায় কিনতে পারছেন না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।